T3 || ঘুড়ি || সংখ্যায় নবপর্ণা

ছোট্টোবেলায় ঘুড়ির সাথে উড়ি
ছোট্টোবেলা বড়ই মজা মিঠাই,লাড্ডু,মন্ডা, গজা
খেলাধুলো, চড়ুই ভাতি নাইতো কোনোই ভাবনা,শুধুই মজা।
কাবাডি আর খোখো খেলা, টিপ্পি আর ডাংগুলি
ঘুড়ি ওড়ানো আর গাছে ওঠা বড়ই মিঠে দিনগুলি।
এক্কাদোক্কা আর পুতুল খেলা ছিলনা কোনোই চিন্তা
মেলায় যাওয়া পাঁপড় খাওয়া ছিলনা কোনোই ভাবনা।
ইস্কুলে তে যাওয়া আসা,নাচ, গান আর খেলাধুলা
দিদিমনিদের ভালোবাসা,হাফ টাইমে বুনো কুল খাওয়া।
বাবা মায়ের আদর পাওয়া, ঘুরতে যাওয়া খাওয়াদাওয়া
দাদু ঠাকুরমার কোলে বসে রামায়ণের গল্প শোনা।
ছিলনা কোনো ভাবনা, ছিলনা কোনো চিন্তা
ঘুড়ি নিয়ে সারাদিন খেলা, ফিরে আসুক সেই ছোট্টোবেলাটা।
গঙ্গার জলে সাঁতার কাটা,নৌকো করে ঘুরতে যাওয়া
মাছ ধরা আর চড়ুই ভাতি,ঘুড়ির মানজা লাগানো নিয়ে খুনসুটি।
কানামাছি আর এক্কাদোক্কা খেলার মাঝে ঘুড়ির ভোকাট্টা নিয়ে বেজায় ঝগড়া
খেলার শেষে কোথায় ঝগড়া,একসাথে তে খাবার খাওয়া,
মনের আনন্দে ঘুড়ি নিয়ে আকাশেতে ওড়া,
অনেক কিছু পাওয়ার মাঝে মনে পড়ে হারিয়ে যাওয়া সেই ছোট্টোবেলাটা
আবার ফিরে আসুক সেই ছোট্টোবেলাটা।।