T3 || ঘুড়ি || সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

আমরা, যারা আকাশ, ছুঁতে পারিনা
ঘুড়ি উড়িয়ে আকাশ ছুঁতে চেষ্টা করেছি চিরকাল
কতদিন ধরে শিরিশ কাগজ আঠা আর কাচগুঁড়ো দিয়ে মাঞ্জা
দশেরার দিন আকাশ ঢেকে যেত রংবেরঙের ঘুড়িতে
আকাশ ছুৃয়েছি ভেবে আনন্দে আমাদের সে কী চিৎকার
রংবেরঙের ঘুড়িগুলো কখন সাদাকালো দিন হয়ে গেল প্রিয়রঞ্জনের বউ এর ক্যান্সার, মারা গেল
হঠাৎ করে মারা গেল প্রণবের বউ
গৌতম অসুস্থ, ওরও বাবা মা চলে গেল হঠাৎ
বাবা মা দু বছরের ব্যবধানে মারা গেল আমার
এখন আমাদের বন্ধুদের দিনগুলো সব সাদা আর কালো
দশেরার দিন আকাশের দিকে তাকাই,রঙিন আকাশ
মাঝে মাঝে ভোকাট্টা বলে চিৎকার
বুকটা ছ্যাৎ করে ওঠে! এবার কি আমাদের পালা……………….