T3 || ঘুড়ি || সংখ্যায় মঞ্জীর

ঘুড়ি

একটা বিরাট ছাদ
আকাশের গায়ে, আদুরে আয়েসে
পা ছড়িয়ে বসে
লাল,নীল,সবুজ,খয়েরি
খোলা ডানা, অকারণ পাড়ি –

আনমনা, কাজল নয়ন
কাঁচ গুঁড়ো, একটু ভারি মন
জানলার পাশে শিউলি তলা
এখনও খালি, খানিক শ্যাওলা –

হলুদ ঘুড়ির সুতো ভাসে
ছাদ এসে জানলায় বসে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।