গদ্য কবিতায় সিরাজুল ইসলাম

পাগলী তোর জন্য

একদিন আকাশে মেঘ জমতে শুরু করবে। সেই সাথে বে-শরম উদোম হাওয়া। যে বাতাসে সহসা উড়িয়ে নিয়ে যাবে তোর রেশম রেশম ঘনকালো চুল। তোর আব্রুবসন। এলোমেলো চুল উড়ে এসে ঝাপটা খাবে তোর চোখেমুখে। আর তখন আলতো পরশে ছুঁয়ে দেবে ঠিক তোর কপালের দুই ভ্রু-র মাঝখানে সযতনে আঁকা কালো টিপ!
আমি তন্ময় হয়ে অবাক চোখে চেয়ে থাকবো!

একদিন আকাশে মেঘ জমতে শুরু করবে! তুই আর আমি দু’চাকার সাইকেল চড়ে সারা শহর দেখবো আবেশে জড়িয়ে প্রাণবন্ত উৎসবমুখর হয়ে। আমাকে জাপ্টে ধরে আগলে রাখবি তুই। আর সেই আদরের ছোঁয়া পেয়ে আমি ছুটবো অনন্তকাল বসন্তদিনে অজানার পথে ফিনিক্স পাখির মতন উচ্ছ্বসিত উচ্ছ্বাসে তোকে নিয়ে।
তখন ঝরাপাতারাও অবাক চোখে চেয়ে রবে।

একদিন আকাশ জুড়ে বৃষ্টি নামবে। অঝরঝরায় ঝুম বৃষ্টি। তোকে সাথে নিয়ে সেই বৃষ্টিতে ভিজে আমরা গাইতে থাকবো অনাগত দিনের আগমনী কোন গান। সুরের মূর্চ্ছনায় বিস্ময়ে চেয়ে থাকবে বন পলাশের ডালে চুপটি করে বসে থাকা শ্যামা দোয়েল। বৃষ্টির কণা একফোঁটা দু’ফোটা করে ঝরেঝরে ভিজিয়ে দেবে তোর শাড়ির আঁচল। ভিজে সপসপে শাড়ী লেপ্টে থাকবে তোর সারা অঙ্গ জুড়ে। তখন তোকে দেখে মনে হবে ঠিক যেন কোন পৌরানিক গ্রীক ভাস্কর্য। অবাক হয়ে আমি চেয়ে অজন্তা ইলোরার সুনিপুণ কারুকাজ নতজানু হয়ে বসে থাকবো প্রাণস্পন্দিত মূরতির সামনে। লাজুক ঠোঁটে হাসিটা তখন তোর ভুবনমোহিনী। যে হাসিতে ঝরে পড়ছে ঈশ্বরকণা।

একদিন তোকে নিয়ে তুমুল হৈচৈ করবো। ধুলো মাটির পথে যেতে যেতে কাশবন ছুঁয়ে দেখার অমলিন আনন্দে ভেসে ভেসে। নরম কাশের আলতো ছোঁয়ায় তুই হেসে উঠবি জলতরঙ্গ হয়ে। তোর হাসির অনুরণন ছড়িয়ে পড়বে আদিগন্ত খোলা মাঠের সবুজ প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে।
এটুকুর নামই বুঝি জীবন! তোকে ভালোবাসার দায়ে অভিযুক্ত এই আমি। আমার আজন্ম পাপ শুধু তোকে ভালোবাসার। তোর হৃদয় কারাগারে বন্দি করে রেখে দিস তুই আজীবন কয়েদবাসে।

আজ ভোরের বাতাসে ছড়িয়ে আছে ঝুমবরষার তুমুল আর্তনাদ। বাতাসে লুটোপুটি খাচ্ছে ঝরা পাতা। বন পলাশের ডালে বসে ভীত সন্ত্রস্ত পাখিদের আহাজারি। শরতের সেই নীলাকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা। কতদূরে আজ তুই কোন আলোর পরশে উদ্ভাসিত হয়ে আছিস।

বৃষ্টিজলে ভেসে গেছে সমস্ত চরাচর। সবখানে জল থৈ থৈ। শুধু আমার এ শূণ্য দু’চোখ শুকনো খরখরে হয়ে আছে। এত জল চোখে তবু…!

এক জনমে মেটে না সাধ ভালোবাসিয়া!!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।