কবিতায় সৌমিত বসু

বোধবিন্দু

ছন্দ শিখতে গেলে
সঙ্গমরত লিঙ্গের কাছে যাও
আমূল বৈঠার মতো
জল কেটে কেটে যেভাবে এগিয়ে চলা
সবটুকু সুরে বাঁধা থাকে |

মৃত্যু শিখতে গেলে
মেয়েটির পাশে এসে বসো
সংসারের যাতাকলে পিষে
সে কেমন ছিবড়ে হয়েছে
সেখানেও সবটুকু সুরের মায়ায় |

মৃত্যু ও ছন্দ সমার্থক
এইকথাটুকু কি করে বোঝাই?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।