কবিতায় কেয়া রায়

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
শরীরটা খারাপ করছে ক্রমশ…
সময় ফুরিয়ে আসছে বোধ হয় একটু একটু করে
বিশ্বাস করো, সারাটাদিন ধরে গা ভর্তি ব্যথা-কষ্টকে জিইয়ে রাখতে রাখতে এখন বড্ড ক্লান্ত।
সবসময় যে এই শারীরিক ব্যথা-বেদনা এতটা কষ্ট দেয় তা নয় কিন্তু,
বরং মানসিক ব্যথাটাও ধিক ধিক করে জ্বলতে থাকে ভেতরে ভেতরে !!
তবে মাঝে মাঝেই যখন ব্যথাগুলো মাত্রাছাড়া মাথা চাগাড় দিয়ে ওঠে,
আর ঠিক সেইসময় মনে পড়ে যায় কেমোথেরাপি দিয়ে আসা কোনও প্রিয় মানুষের বিধ্বস্ত মুখটা…
অনেকটা যেন অক্টোবর মাসে বৃন্ত থেকে ঝরে যাওয়া আমাদের পরিচিত শিউলি ফুল ~
এত ভালোলাগার পরও যে ফুল পথের পাথরকুচির সাথে মিলেমিশে একাকার হয়ে পায়ের তলায় রেখে যায় শেষ চিহ্ন।