সম্পাদকীয়

মানুষ চাঁদে পৌঁছল । পৃথিবীর মানুষ চন্দ্রাহত এই যা । চাঁদের দিকে তাকিয়ে বলত “সামলে রাখ জোছনাকে ‘ । তা এবার বিক্রম আর প্রজ্ঞান মিলেই কাজটা করবে । জোছনাকে সামলাতে গিয়ে তাদের কি হাল হয় সেটাই দেখার । এইবার যদি দুজনে মিলে জোছনার প্রেমে পরে কি হবে? চাঁদের কি দশা হবে তখন? দিব্যি একা ছিল জোছনাকে নিয়ে , দূর থেকেই সবাই মুগ্ধ হত । এবার ? সব কিছু ক্যামেরা বন্দী ।

এক কাজ করতে পারে অবশ্য , ওই যে কাঞ্জিভরম শাড়ী পরা , মাথায় জুইয়ের মালা দেওয়া ইসরোর প্রজ্ঞাবতী দিদিমণিরা তাদের বলে দিতে পারেন চন্দ্রদেব । সেই দিদিমণিদের দেখে তো সারা বিশ্ব ধন্যি ধন্যি করছে । যেমন তাদের গুণ, তেমনি তাদের মায়ের মত রূপ , সেই মা কাম বিজ্ঞানীরা বিক্রম, প্রজ্ঞানকে বকে দেবেন । রূপোর জুতো পরে চাঁদ যখন এবার পৃথিবীতে নামবে সেই মায়েরা নিশ্চয়ই কাজলের টিপ দেবেন এবার তিনটে । একটা চাঁদের , একটা বিক্রমের একটা প্রজ্ঞানের ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।