অণুগল্পে ত্রিদিব কুমার বর্মণ

মরণ
স্বর্গলোকে ‘ প্রণয়ের মহাসপ্তাহ ‘ শুরু হ’ল …….।
দীর্ঘশ্বাস ফেলে মহাদেব বললেন , —
” বুঝলে নারায়ণ , বয়স হয়েছে , দেবী, পার্বতী আর আমাকে ভালবাসেন না ….. । ”
নারায়ণ , — ” কী ক’রে বুঝলেন ! ”
মহাদেব , — ” বিয়ের পর যখন জিজ্ঞেস করতাম , দেবী, প্রিয়ে ; —
‘ কতকাল ভালবাসবে ‘ ! ”
নতমুখে , সলজ্জে পার্বতী ‘ উত্তর ,–
” আমরণ ” ……. ।
নারায়ণ , — ” আর এখন ? ”
মহাদেব , —- ” এখন এ’ সব জিজ্ঞেস করলে , বলেন , —
” আ ‘ মরণ ” ……. ! ¡ ! ¡