প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালি)

কাগজ মিডিয়া
পাগোল হচ্ছে আমজনতা দেশের
এখন কাগজ মিডিয়ার কাছে,
কোনাটা সত্যি কোনটাই মিথ্যা কথা
চলছে সবটাই মিথ্যের ধাঁচে।
মোড়ক শুধু পাল্টে ফেলছে কাগজে
বিষয়বস্তু ওই এক,
বলছে আবার নতুন খবর
পাতাটাই উল্টে দেখ।
ধনী হবার বড়ই বাসনা মনে
লুটেপুটে সব খাবে,
পুঁজি বিনা নাই এমন ব্যবসা
মানটাও বেশি পাবে।
যারা ভোটের প্রচারে কাগজ ভরে রোজ
ওটাই অর্থের উপায়,
নেতার হাত মাথায় একটু থাকলেই
তাকে আর কে খুঁজে পায়।
শিল নিয়ে পত্রকারকে যদি ভুলে যায়
তাঁরা নেবে কিন্তু নোড়া,
দুর্বলতার সুযোগ পেলেই কাগজই
ভাঙবে দাঁতের গোড়া।