কবিতায় সায়নী ব্যানার্জী

পনেরো
হাজার হাজার পরাধীনতাকে বুকে নিয়ে,
প্রতিবছর নিয়ম করে ফিরে আসে পনেরো।
অনেক শিকল, অনেক কাঁটাতারের বুক চিরে,
যে আর্তনাদ দগদগে ঘায়ের মতো ছড়িয়ে,
তাতে প্রলেপ লাগাতে প্রতি বছর
নিয়ম করে আসে পনেরো।
রাজার চেহারা বদলে দাসত্বের নির্মম
বাস্তবে,প্রতি বছর তিন রঙের চাদর
জড়িয়ে দিতে নিয়ম করে আসে পনেরো।
স্বাধীন দেশের সূর্য আজন্ম দীর্ঘশ্বাসের
তেজে নিজেই আজ এক জিজ্ঞাসা চিহ্নের সমার্থক।
তাকেও আরেকবার আজ মনে করানোর পালা –
আজ পনেরোই অগাস্ট।
আমরা স্বাধীন।
গান-কবিতা-নৃত্যে-নাটকে আমরা স্বাধীন ।
দূর থেকে ভেসে আসা কোনও রাখালের বাঁশিতে-
স্বপ্ন দেখার জন্য আমরা স্বাধীন।
সবুজ ধানের ক্ষেতে ছুঁয়ে যাওয়া শিশিরের মতো আমরা স্বাধীন।
খোলা হাওয়ায় মন খুলে গান ধরতে আমরা স্বাধীন।
তবে – রাত পেরোলে?
গান থেমে গেলে?
কবিতা পাঠ শেষ হলে?
কোনও হিংস্র হাত লুট করতে এলে?
কোনও নোংরা চোখ ইজ্জত নিতে এলে?
ঠকবাজ, প্রতারণার ভিড়ে হারিয়ে গেলে?
তখন আবার – আবার সেই সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা…
আবার আসবে পনেরো।
কাগজে কলমে আমাদের স্বাধীনতা দিবস।।