কবিতায় বিপ্লব গোস্বামী

বিচার হবেই
যে অসুর যখনই করেছে
মা বোনের বস্ত্র হরণ
বিনাশ হয়েছে সে অসুর
মৃত্যুকে করেছে বরণ।
হোক না তা কুরু রাজসভা
নয় তো মণিপুরের রাজপথ
বিচার তো হবেই তা নিশ্চিত
বেঁচে যাওয়া নেই কোন পথ।
বাসুদেবের বিচারে কুরু বংশ
হয়েছিল করুক্ষেত্রে নাশ
মণিপুরের দুর্যোদন-দুঃশাসন
এভাবেই হয়ে যাবে বিনাশ।
হোক না সে যতই বলদর্পী
যতই ক্ষমতাবান
বিচার তার হবেই নিশ্চিত
ছাড়বে না ভগবান।
দ্রৌপদীর শাপ যায়নি বিফল
সাক্ষী তার কুরু বংশ
মণিপুরের অসুর পাবে না নিস্তার
অচিরেই হবে ধ্বংস।