কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

অবচেতনের ক্যানভাসে!

ছন্দপতনের মুহূর্তে কবিতাগুলো কষ্ট পায়,
মনখারাপের সুরগুলো পায় প্রাণ-
অবহেলা দাপট দেখায়,
এড়িয়ে যাওয়া চোখ রাঙায়!

অসহায়ত্বের সংলাপ ঘুরপাক খায়,
ভালবাসা বিবর্ণতায় অন্ধগলিতে হোঁচট খায়,
কৃতজ্ঞতাবোধ মুচকি হাসে-
আমিও মুচকি হাসি নানাধরণের মানসিকতার গান শুনে!

মা বলতেন-‘তোকে নিয়ে আমার খুব ভয় রে!
সবাই ভালবাসে,সবাই পছন্দ করে!
আমার কাছ থেকে ওরা তোকে কেড়ে নিতে চায়!
আমাকে ছেড়ে কোথাও যাবি না!’

মা অবশ্য ছেড়ে গেছেন বহুদিন-
আমি মা’কে ছাড়িনি,জড়িয়ে থাকি!
আমার অসহায়তায়,আমার প্রতি অকৃতজ্ঞতায়,
অকারণ বিরোধিতায়,ভালবাসাহীন বাতাবরণে,
আমি এখনো মায়ের গন্ধ নিই!!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।