ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

স্বার্থপর
প্রদীপের শিখা হাতির শুঁড় দিয়ে চুষে খেয়েছে তেল।
এখন তুমি নীল আকাশে।
নীল আকাশে উড়িয়েছো স্বার্থের ঘুড়ি।
ঘুড়ি নেচে নেচে সদর্পে ঘোষণা করছে বিত্তের অহংকার,ঢেকে দিতে চাইছে সূর্যের কিরণ। আর তার লেজ সর্পিল ভঙ্গিমায় বাতাসের কাগজে লিখছে ভ্রুকুটির প্রতিশব্দ। ভ্রুকুটির কদর্য রং পিচকারির মুখ নিঃসৃত থুতু হয়ে মানবতার নীতিমালা ঢেকে দিচ্ছে। বড় হয়ে লতা গাছ ভুলে গেছে অসহায় দিনের অবলম্বণ।
কালো মেঘের পথ সভায় তুমি এখন নেত্রী।
বৃষ্টি ধোয়া নির্মল আকাশে বক্তৃতায়
ছড়িয়ে দিচ্ছ স্বার্থপরতার মরন-বিষ।