কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

অপূর্ব সৃষ্টি;
সেরা ছোট্ট কবিতা

প্রান স্পন্দন চোখে মুখে
ক্লান্তি শ্যামল কোমলপ্রাণ থেমে যায়
বেলীফুল অথবা লাল-নীল গোলাপ,
ফুল না দেখা তুমি!
কি অজস্র শব্দ নিশানায়
তোমারই ও-ই নয়নে নিবদ্ধ
আমার আমিত্ব ;
লড়াইয়ের মাঝখানে ফুলঝুরি
মেঘের আড়ালে চাঁদের রূপে তুমি
মায়াবতী জলকন্যা ;
উপলক্ষ্যে কথা বলা মৌমাছির গুঞ্জন
নরনারী সম্পর্ক জখম –
কিন্তু বহুদিন হইল
তোমাকে না দেখা’র রোমান্টিকতা
বিশ্বাসের রেশ শূন্যতার কাছেই
এক আশাতীত আমি;
ঝরে পড়া পরাজিত সৈনিক
বারবার ফিরে আসে এবং
তোমারই ইন্দ্রিয় মনের ছন্দ খুঁজে!
ভূবণ পাতায় মুক্তার মতো প্রতিদিন
প্রতিক্ষণ~
ঘটনা দুঃখ শান্তি অথবা অশান্তি
তোমার রোমাঞ্চ বয়ে গবেষণা,
চিনতে পারা ; উদ্যত ভঙ্গিসহ
বেলী, জবা কিংবদন্তি অমৃত –
তোমাকেই ভালোবাসি।।
এখনো ঝিনুকের ভেতরের
লালিত মুক্তার মতো-তুমি আমার,
অপূর্ব সৃষ্টি ;
সেরা ছোট্ট কবিতা।
বইয়ের মলাটের উপর চিএশালা
প্রতিদিন চিন্তা চেতনা
তোমারই কিশোরী বেলা।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।