গুচ্ছ কবিতায় অনিমেষ

১.মগ্নতা
সবার জন্য কিছু না কিছু ছিল
আমার জন্যেও ছিল
এই সুত্রে এখনই অন্ধকার নেমেছে পুরো
তোমার দীর্ঘদিন জেগে থাকা গভীর পুকুরে…
২.আশ্রয়
বিচ্ছিন্নতা আর প্রশ্রয়
বিস্তৃত অনেক ; আঘাতের জিভে
দুটোই বিস্বাদ ,বিপরীত মুখী গমন …
৩.ধরণ
ফিরে আসতে হলে
মাঝেমধ্যে উধাও হতে হয়
ফুল কিংবা পাহাড়ের কাছে
কুয়াশা বন্ধক রাখতে হয়
অপারগতার কাছে…
৪.উত্তর
তোমার উচ্চতার কাছে তুমি নিষ্পাপ
ঘনিষ্ঠ আলোর সহপাঠী
তোমাকে রঙিন কাগজ মনে করে
গুছিয়ে রাখি,
ছিঁড়ে ফেলার অধিকার আমার আয়ত্তে আসেনি…