কবিতায় তপশ্রী পাল

ষড়জে পঞ্চমে
তুমি কেদারের মধ্যমের মত
স্থির হয়ে বলেছিলে “আজি চাঁদিনী রাতি গো!”
আমি তখন মিয়াঁ মল্লারের কোমল নিষাদের মত,
ধৈবত হয়ে শুদ্ধ নিষাদে নেমে কেবলই দুলছি আর দুলছি –
কখন তার সপ্তকে আছড়ে পড়ব তোমার মধ্যমে!
তোমার মুখে ঝাপসা চাঁদের আলো
আমার মুখে – এক টুকরো কালো মেঘের আড়াল!
তানপুরা বেজে চলেছিল অন্তহীন! ষড়জে পঞ্চমে!
সে গানে আকাশ কেঁদেছিল, চাঁদ হেসেছিল!
গর্জন করে গান ঢেকে দিতে চেয়েছিল মেঘ!
বৃষ্টির কুচি ভিজিয়েছিল তোমার বুক, আমার মুখ!
আর তানপুরা বেজে চলেছিল অন্তহীন! ষড়জে পঞ্চমে!