কবিতায় সুব্রত নন্দী

সুখের আশ্রয়
খড়ের ছাউনিতে ছিল শান্তির সুবাস,
মাটির সোঁদা গন্ধে পূর্ণ তৃপ্তির মান্দাস;
অপরাহ্নে ভাতের গন্ধে পরিতৃপ্ত ভবন,
বেলাশেষে নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন জীবন।
রাতের আলোয় জোনাকিরা বড্ড আপন,
মনের আলোয় আলোকিত সুখের দর্পণ;
ঐকান্তিক ভরসাস্থলে সুখের আবরণ,
ছলাকলা ভুলে আপ্লুত নিজস্বী তর্পণ!