কবিতায় মৈত্রেয়ী ঘোষ

ভালোবাসা
এযাবৎকাল ভয়হীন ভালোবাসায়
আত্মসমর্পণ করে এসেছি,
সেখানে শৃঙ্খলিত নিরাপত্তা মিলেছে,
পরাশ্রয়ে সম্মান মিলেছে,
দায়িত্বের বেড়াজালে কিঞ্চিৎ অধিকার
লাভ হয়েছে,
দ্বিখণ্ডিত মানসিক শান্তির
প্রাপ্তিযোগও ঘটেছে,
এসবের মধ্যে কখন যে কৈশোর ও
যৌবন পেরিয়ে, সম্পর্ক বার্ধক্যের
দোরগোড়ায় পৌঁছে গেছে
তা বুঝতে সময়টাই গেল ফুরিয়ে,
অবশেষ অধ্যায়ে দেখি–
প্রাপ্তির খাতায় অনেক শীলমোহর
জমা হলেও ভালোবাসার
ঘরে নিছকই শূন্যতা।