বাইশে শ্রাবণ সন্ধ্যায় অঞ্জন ব্যানার্জ্জি

গাছ
গাছ কি কবিতা বোঝে
কেউ জানে না
গাছের সৌন্দর্য দেখে
মানুষ কবিতা লেখে।
গাছের গড় উচ্চতা নেই
কোনটা মাটিতে লুটিয়ে চলে,
কোনটা মাথা উঁচু করে খাড়া
দিগন্ত ফুরে আকাশ ছুঁতে চায়,
পাখি গাছের উচ্চতা ভাল বোঝে
ওরা গাছে বাসা বাঁধে।
কতটা জায়গা গাছের লাগে
কোন গাছ ঘরের কোনে গুটিসুটি মেরে থাকে,
অন্য কোনটা ছড়াতে ছড়াতে জঙ্গল ছেয়েফেলে,
গাছের প্রশস্ততা হনুমান জানে
ডালে ঝুলে ঝুলে ওকে পেরোতে হয়।
পাখি, মানুষ, হনুমানে অনেক অমিল
মিল আছে এক জায়গায়
সবাই গাছেতে নির্ভরশীল।