কবিতায় পিয়াংকী

সম্বলটুকু…
জানালা। পাশে একটা গাছ।তাদের দু’জনের পাশে ছায়া…
চোখ খুলে তাকাতে পারলেই পরিত্রাণ আর আগুন পাশাপাশি
ডাকনামের জন্য হলুদ ট্যাক্সি
ডাকঘরের কাছেই বিছানা
গায়ে রোদ পড়ে, নড়ে ওঠে ভিতরঘর
জলদুপুরে কচুপাতার গায়ে হাত বোলাই
মা’কে মনে পড়ার জন্য এখন হাতল খুঁজি।
হাতল।
একটা আশ্রয়, খা খা দুপুর
ঝুলবারান্দায় অর্কিড ও বিনয় মজুমদার…সমার্থক
ফিরে এসে সে বলল,”সম্বল খুঁজে পাইনি”
সম্বল এখন হাতল খুঁজছে
তল খুঁজছে চালচুলো
চুলো খুঁজছে আগুন
… অথচ তোমার স্পর্শে আমার নিরাময় কত সহজলভ্য, তাই না প্রিয়?