মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৭
বিষয় – প্রতিশ্রুতি ভঙ্গ
কথার দলিল
কথার পিঠে কথা কতোই জমে অবান্তর,
কেউ রাখে না তার হদিশ।
ভিতহীন তাসের ঘরের পসরায়,
জমে শুধু প্রতিশ্রুতিভঙ্গের নালিশ।
ঠুনকো সম্পর্কের দেওয়ালে,
ফাঁকা আওয়াজ তুলে ফেরে কতক প্রতিধ্বনি।
খান-খান হয় তারপর আপন ভারহীনতায়,
সেখানে প্রবেশ করে না কোনো মনের রোশনি।
কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না,
এই বেজন্মা কথার আস্তাকুঁড়ে।
কিছু মোহিনী ক্যাকটাস শুধু জন্মায়,
বিষাক্ত মনজমিন ফুঁড়ে।
কথা রাখার দায় কে নেবে বলো?
ভাসানো কথাগুলি ফেরে তাই আলগোছে।
অণু-পরমাণুতে বেঁটেছে মনঘর কবেই,
আপন স্বার্থ সুখেরই খোঁজে।
কতো দলিল, ফর্মাণ, আইনের বুলি,
সাজানো আছে থরে-থরে।
সাজাপ্রাপ্ত কথা কিছু সময়ের শূলে বিদ্ধ হয়,
বাকী কথা চিরতরে হারায় হরে-গড়ে।।