প্রবাসী ছন্দে মজনু মিয়া

একলা একা বর্ষা কাটাই
জীবনের ষোলো বসন্ত চলে গেছে মনের অজান্তে ;
বর্ষার জলে এখন রোজ বুক ভাসে চোখের এক প্রান্তে।
আজও আমি নীরবে একলা একা বর্ষা কাটাই বসে,
কী পেলাম আর কী হারালাম দেখিনি কখনো অংক কষে।
কোনো এক বর্ষায় ষোলোর শুরুতে রূপালী পাঙ্গাশ দেখে,
উতলা হয়েছিল মন,সেই ভাবনায় আজও স্বপ্ন রয় মেখে!
অপেক্ষা শেষ হতো, কেউ যদি বর্ষার ছাতা হতো পাশে,
আশায় রয়েছে অবুঝ মন,তাই তো আজও নির্জন বাসে।