কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

১| রৌদ্রস্ফুলিঙ্গ

সূর্যরশ্মিতে হঠাৎ ফুল ফুটেছে,
সে ফুলের তেজে আকাশ হয়েছে আগ্নেয়গিরি;
মেঘ আর বৃষ্টি হারিয়েগেছে হিমালয় পর্বতমালায়
বৈশ্বিক উষ্ণতাপে জ্বলছে আলোকিত পৃথিবী।
নীল আকাশে লাল ডিমের মতো যে স্ফুলিঙ্গ
ইদানীং সেটা গনগনে রৌদ্রস্ফুলিঙ্গ।

২| চুমুকাব্য

ইদানিং, পার্কে পার্কে
চুমু জন্যও দিতে হয় অতিরিক্ত ট্যাক্স;
তাহলে,প্রেমিকার সাথে ছাতার নীচে মুখোমুখি
নিজের ইচ্ছেমতো করা যায় চ্যাট।
ঝোপঝাড়ের মশাগুলোকেও দিতে হয় কিছুরক্ত
ওরা জানে, প্রেমিক-প্রেমিকারা চুমুর ভক্ত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।