কবিতায় মৌমিতা দত্ত

জাপটে ধরুক সে
আমিও চাই মাঝে মধ্যে খুব রাগ করি , খুব।
ভীষণ জেদে ভেঙে ফেলি ;
হাতের নাগালে আছে যা কিছু।
টুকরো টুকরো হয়ে যাক সাজানো ঘর দুয়ার।
যত্নে তুলে রাখা কাচের ফুল দানি ,
টিটেবিলে রাখা বোলপুর থেকে আনা কাঁথা স্টিচের ডাইরি। সবকিছু।
যখন দাউ দাউ রাগ আগুনে চারদিক এলোমেলো।
কাচের টুকরোয় ঘর মেঝে ভরতি, কুশনের তুলো উড়ে বেড়ায় ইচ্ছে মতন, ডাইনিং এর ফ্লোর খাবারের তেল হলুদ সবজি মাখা ,
ঠিক এমন এক মুহূর্তে ছুটে এসে
জাপটে ধরুক কেউ।
শক্ত করে ঠোঁটের পর ঠোঁট
হাতের মুঠোয় হাত ।
দ্রুত বয়ে চলা নিশ্বাসের শব্দ যুগল।
শান্ত করুক উথাল পাতাল ঢেউ।
জাপটে ধরুক কেউ।
জাপটে ধরুক সে। ভীষণ জোরে জাপটে ধরুক সে।
বর্ষা নামুক শহরে রবীন্দ্রনাথের সুরে সুরে,
শ্রাবণের ধারার মতো।