কবিতায় দীপাঞ্জন মাইতি

বিশেষ্য
দীর্ঘদিন নিশ্চুপ নিঃশর্ত বেঁচে থাকার পর
গাছেরা সাধারণত একদিন আসবাবপত্রে পরিণত হয়,
সরীসৃপের আলিঙ্গন আগাম বার্তা ছাড়াই –
মরণ ফাঁদে পরিণত হলে
অনেকেই নিজেকে শিব ঠাকুর ভেবে
সময়ের আতিথেয়তার আরেকটু সুযোগ নিতে চায়;
অগত্যা তান্ডবের সমস্ত দায় গিয়ে পড়ে প্রকৃতির ওপর…
সচরাচর এমতাবস্থায় বিশেষণেরা প্রকৃত বিশেষ্য খুঁজে পায়।