কবিতায় কেয়া রায়

আমাদেরকে অভিনন্দন
শত উপেক্ষাতেও শত অবহেলাতেও ভেঙে পড়িনি মুষড়ে পড়িনি যারা ;
হাজার ঝড়-ঝাপ্টা সামলেও এই অস্তিত্বের সংগ্রামে দিব্যি টিকে রয়ে গিয়েছি যারা ;
নিজেদের জীবনে যাই হয়ে যাক না কেন, পজিটিভ হয়ে থাকার চেষ্টা করেছি যারা ;
পা ফসকে গিয়ে বিপথে চালিত হতে হতেও আবার ঠিক সামলে নিয়েছি নিজেদের যারা ;
আরেকটা বছর শেষ হতে চললেও মানুষ চিনতে কখনও ভুল করিনি যারা ;
আবেগে আবেগতাড়িত হয়ে ভেসে যাইনি যারা ;
আমাদের পাশে থাকা সেইসব মানুষদের দ্বিগুণ ভরসা ফেরত দিয়েছি যারা ;
নিজেদের ভালো থাকার জন্য কাউকে অবলম্বন করে বাঁচতে চাইনি যারা ;
বছরের পর বছর অনেক বদল হলেও মুখের হাসিটা একইরকমভাবে ধরে রেখেছি যারা।