T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় আবদুল বাতেন

ভাবসাব
যা একখান ভাব ধরেছে-
বিড়াল শালা বাঘের
শয়তান শিয়াল সিংহের
বাব্বা, সেরেছে!
নজর যেন সরানোই যায় না
এক চিমটি চড়ুই কিনা ময়না
সেজেছে, সব্বনাশ!
কাক তো কবেই ময়ূর
হাতি ঠাওরাচ্ছে ইঁদুর
নিজেকে, কি লজ্জা!
চামচিকা দাবি করছে ঈগল
বাবুইও আনন্দে বাজাচ্ছে বগল
ভাবছে, রাষ্ট্রপ্রধান
বাম- ডান- মধ্যের মালগুলো
চেটে, সুবিধাবাদের পায়ের ধুলো
তৃপ্তিতে রাতদিন।