সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

হায়!স্বাধীনতা
বিজয় রবিদাস
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ঘৃণার মধ্যেও জ্বলে উঠে আশার ক্ষণিকের প্রদীপগুলি
অন্ধকার পথ আলোকিত করে তোমার বুকের ভেতরে আশাগুলি
শব্দের সবুজ আলো-ছায়ায় মিষ্টি সুবাসিত সময়ের
এই ভালো লাগা না লাগার কিংকর্তব্যবিমূঢ়তায় অরণ্যটা পার হয়ে
আমি আমাকে অর্পণ করি বারবার তোমার দুহাতে
জীবন যৌবন কার অলিখিত স্বপ্ন মূর্চ্ছা যাওয়া স্বপ্ন
অকাল মৃত্যু তাড়িয়ে বেড়ায় পথে ঘাটে রাত এবং দিন
এখানে মানুষের বেচা-কেনা স্বাধীনতা অসহজ উচ্চারণ।