ক্যাফে কাব্য গুচ্ছে শীতল বিশ্বাস

১| শোক
দাহ কাজ সারা, অতীত মিছিলে জমে শোক
মেঘ হয়ে ভরে আছে ,জমে আছে স্মৃতির পালক
গৃহস্থের তুলসী তলা,সেই থানে জমা মালসা
কত কথা ঝরঝর,পৃথিবীর নব জলসা
মরণের শোক ভোলা,যত কিছু তারই
পেট পুরে সব শেষ, হাতে পড়ে পান সুপারি
২| ভুল
ইদানিং ভুল নিয়ে অনেক গবেষণা হচ্ছে
ভুল=বয়স ইত্যাদি ইত্যাদি
অনেক উপসর্গের বিন্দুবিসর্গ পর্যন্ত
আঁক কষা হয় ই-চুল্লী বা
নিজ হাতের সাড়ে তিন হাত
সালতামামিতে প্রত্যয়,সমাস–
স্বীকার করলে শাস্তি হয়তো কমে
ভুল কি কমে?