ক্যাফে কাব্যে অমিতা মজুমদার

জলছাপ ছবি
বেতঝোপের নিচে জলা জংলায়,
নিশ্চিন্তে ছিল ডাহুক পাখিটা।
সুখের পরিবার তার,
হঠাৎ কি হলো কে জানে?
শুনল যুদ্ধ লেগেছে,
সবাই বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে।
পাখি মনে মনে ভাবল বেশ হয়েছে,
মানুষেরা ভারি নিষ্ঠুর।
সুযোগ পেলেই ফাঁদ পেতে তাদের ধরে ফেলে,
এবার শান্তিতে থাকতে পারবে।
বাচ্চাগুলো সবে আধার ধরেছে, ছোট ছোট মাছ,
পোকামাকড় খেতে শুরু করেছে।
কিন্তু হায়!
স্বাধীনতার পরে দেশে কী’যে শুরু হলো,
বনবাদার সব উজাড়।
জলা জংলা বলে আর কিছুই রইল না,
ডাহুক পানকৌড়ি সবাইকে
ভিটেমাটি ছাড়তে হলো।
উদ্বাস্তু জীবন বেশিদিন বইতে পারল না,
একেবারেই হারিয়ে গেল।শুধু রয়ে গেল–
বেতঝোপের আড়ালে চুপটি করে বসে থাকা,
ডাহুক পাখিটার
জলছাপ ছবি।