ক্যাফে কাব্যে বিমল মণ্ডল

সন্দেহ
মনে তোমার এত সন্দেহ কেন?
নিশ্চিত নিজেকে চেনো না
অথচ এদিক থেকে ওদিক ঘুরে বেড়াও
উলটোপালটা ভাষার বাগানে
নিজেকে সংযত করো
শুধু দোষারোপ করো অন্যের কথায়।
মনে তোমার এত সন্দেহ কেন?
সম্পর্কের মধ্যে চোখের বালি রেখো না
একটা গণ্ডি টানো, একটা গণ্ডি টানো
তোমার দুটো হাত বাড়াও
চোখে চোখ রেখে সন্দেহ তুলে নাও
দেখবে বিশ্বাসের উপচ্ছায়া একটু একটু করে
ভালোবাসার সরণি হয়ে উঠবে।