কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

তোমার বুকের বাকবাকুমে
তোমার বুকের বাকবাকুমে নিঃশব্দে নড়ে উঠি, চড়ে উঠি
জেগে উঠি কণ্ঠস্বরের সোহাগে, ওষ্ঠের আশ্চর্য অর্কেস্ট্রায়।
বোহেমিয়া বায়ুর উস্কানিতে
টসটসে কমলা রোদের গীতে
জাপটে ধরি জীবন, যে জীবন আতশবাজি; আনন্দের
মনোভূমিতে বিছিয়ে দেই স্বপ্নবীজ, যে স্বপ্নসুখ প্রেমের।
তোমার তিলের সৌরভে, লাল টিপের ছড়ানো আবিরে
ভেসে যাই জোয়ারে, অবাধ্য আবেগের; জ্যোৎস্নাসবের।
তুমি যতদিন যৌবতী, প্রমিস-
ততোকাল টগবগে যুবক আমিও
তোমার জন্যই ধরে রাখি- তারুণ্য তোরণ, প্রিয়তমা
যত্ন করি- দ্বিধার দেয়াল টপকানো ভোরের ভালোবাসা।