প্রবাসী ছন্দে নিলুফা সুলতানা লিপি (বাংলাদেশ)

চাঁদের কলঙ্ক
চাঁদেও নাকি কলঙ্ক আছে ,
কিন্তু কীভাবে?
আমার বোধগম্য নয়
চাঁদ যদি হয় সত্যিই কলঙ্কিতো,
তাহলে আকাশের বুুকে ঝুলে থাকে সেই চাঁদ তারা
উদিত হয় সুর্য
যে সুর্যের আলোয় আলোকিত হয় পৃথিবী,
এমন কলঙ্কিত পৃথিবীর আলোয়
সাথে আমার সখ্যতা মানায় না ,
অতএব,
চলো সখী অন্য কোন গ্রহে যাই।
(আমি বিশ্বাস করি না চাঁদে কোন কলঙ্ক আছে)