কবিতায় পদ্মা-যমুনা তে বিজন বেপারী

ভালো থেকো
একলা বসে নদীর ঘাটে
সূয্যি মামা যাবে পাটে
হালকা বাতাস বয়।
তোমার স্মৃতি পড়ছে মনে
সাঁঝের বেলা পাখি বনে
মনের কথা কয়।
তুমি ছিলে জীবন জুড়ে
পাখির ডানায় গেলে দূরে
মনটা পুড়ে ক্ষয়।
ভালো থেকো মেঘের দেশে
সন্ধ্যা তারার কাছে ঘেঁষে
থাকবে জগৎময়।
তুমি আমার মনের শান্তি
দূর করো সব ভয় আর ক্লান্তি
এইতো আমার জয়।