মিলিঝুলি সরকার
সেদিন ওদের জমিয়ে আড্ডা বসেছে,গরম বৃষ্টি আর ঝড়।চা খেতে খেতে গরম বৃষ্টি কে বলল, এবার আমি ফাটিয়ে দিয়েছি।কেউ আর রাস্তায় মন খুলে ঘুরতে পারছে না। নাভীর শ্বাস তুলে দিয়েছি। বৃষ্টি হেসে বলল,তা বেশ করেছিস আমি এবার একটু রেস্ট নিচ্ছি।পাশ থেকে ঝড় বলল, দাঁড়া আমি দেখি কি করতে পারি। চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল গরম তুই আর একটু বাড়াবাড়ি কর দেখি আমি কি করতে পারি। একদিন বিকেলে আমি এসে সব লন্ডভন্ড করে দেবো। বৃষ্টি হাসতে লাগলো ঠিক আছে তুই লন্ডভন্ড করার পর আমি সব শান্ত করে দেবো।এমন ভাবে ঝড়ে পরবো যে চারিদিকে শুধু জল আর জল।গরম বলল,তা অনেক ক্ষন তো হলো এবার ওঠা যাক। আমাদের পরিকল্পনা সফল হলে আবার একদিন জমিয়ে আড্ডা দেবো।