প্রবাসী ছন্দে নিলুফা সুলতানা লিপি (বাংলাদেশ)

মায়াবন ….. ( ৪ )
সেদিনও দেরী হয়ে গিয়েছিলো
এরপর আরো বেশী দেরী হয়ে যাবে মায়াবন,
একদিন ধোঁয়ায় ঢেকে যাবে আজকের স্বচ্ছতা।
মায়াবন
কোনও একদিন বাহারি রংয়ের কথার মাঝে
সত্য কথাটি যেমন আমি বুঝিনি
আজ যখন বুঝলাম তখন সেদিনের কথাকে পুষিয়ে নিতে গিয়ে দেখি – মায়াবন বড় অচেনা লাগে,
কি করে লাথি মারে আবেগের বুকে ;
যে চলে যেতে চায় তারে যেতে দাও,
আর খুঁজো নাকো ভরপূর্নিমায় কিংবা ঘোরঅমাবশ্যায়,
অদৃশ্য এ রক্তক্ষরণ কেবল -ই আমার।