কবিতায় স্বপন গায়েন

পরাজিত সৈনিক
রেশনের চালে পেট ভরাই
চাল ফুরিয়ে গেলে আবার কেনা হয় রেশনের চালই
সংসার চালাতে দম বেরিয়ে যাচ্ছে।
অনাহূত মেঘের মতো হাজির হয়েছে দারিদ্র্য
সরু চাল কেনার ক্ষমতা আছে ক’জনের
রক্ত চুষে নিচ্ছে দুঃসময় …
সুন্দর শরীরটাতে বাসা বেঁধেছে কঠিন রোগ
শৈশবটা মনে পড়ে খুব –
সচ্ছল পরিবার, অভাবের ছোঁয়া গ্রাস করতে পারে নি।
তবুও অভাব এলো সংসারে
জ্যোৎস্না ছড়ানো উঠোনে আজ নিকষ কালো অন্ধকার
ভাঙা গড়ার খেলায় আজ আমি পরাজিত সৈনিক।
সৈনিকরা যেমন গুলি খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে
আমার অবস্থাও ঠিক ঐ পরাজিত সৈনিকের মত
দারিদ্র্যে ঝাঁঝরা হয়ে গেছে সারা শরীর।