মার্গে অনন্য সম্মান রিংকু পাল চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৩
বিষয়বস্তু – পঁচিশে বৈশাখ
পূজার্ঘ্য
হে বিশ্বকবি ,তুমি ভোরের সূর্য
তুমি অস্তরাগ,
প্রকাশিছে তোমাতে
ভৈরবী,সন্ধ্যায় বেহাগ;
হে চির, আঁধার ঘুচে প্রকাশ হোক,হোক নবোদয়
হিয়ায় শূন্য আসন পূনর্বার হোক অভ্যুদয়
স্বাগতমে সহস্র শ্রদ্ধায় শব্দমিছিল
প্রতীক্ষা কণ্ঠাগত,অন্তরের বিহনে নিঝুম ঝিল
স্মৃতিদীপ ভরা তোমারী দেবসুধা
লহ প্রণাম, অর্পণ তোমায় চরণে ভক্তি শ্রদ্ধা
ঊষা রঙে রাঙা ভৈরবী ধ্বনিছে নীরবে
তোমার সংগীত মর্মে লাগে পাখির কলরবে
আজও তোমার জ্যোতির প্রদীপ লয়ে হয় সন্ধ্যা আরতি
চিত্ত ব্যাকুল তরণী তুমি, তুমি হও সারথি
হারিয়ে দিনকর চেতন হারা চন্দ্র গ্রহ তারা
কুহরে ছন্নছাড়া বর্ণমালা ,
ভাবনারা যেন আপনাহারা
নবী,তোমার গানে তোমার লিখায় ছড়িয়ে আলো সকল প্রাণে
সাহিত্যরসের অবগাহণে ধন্য মোরা,ধন্য নব উন্মোচনে,
আবারো জয় তিলক অঙ্কিত হোক বাংলার নলাটে
বর্ণাঢ্য জড়িয়ে রবি শিশু উদিবে আবারো পঁচিশের প্রেক্ষাপটে..
তাই বলি,
হে পঁচিশ, তোমার মাঝে জন্ম দাও
আলোকিত হোক বিশ্ব
অন্ধকার উজ্জ্বলে
হে অনাগত, আহব্বানে তোমায় সারাবিশ্ব।।