কবিতায় কুণাল রায়

বিদায় বেলা উপস্থিত,
সুর বাজিয়া উঠিয়াছে
বেদনার,
তবু যাইতে হইবে,
নাই কোন উপায়!
অশ্রুবিন্দু বাসা বাঁধিয়াছে
নয়নের এক কোণে,
চারিদিকে উল্লাসের আবহাওয়া!.
কিন্তু হৃদয় ভারাক্রান্ত:
সুখের খোঁজে তাই
বড়ই ব্যাকুল আজ!
নিভিয়া গিয়াছে বাতি,
থামিয়া গিয়াছে বাজনা,
রিক্ত মোর আসর,
মনে রাখিও –
যদি চায় এই চিত্ত!
ভালো থাকিও,
সুখে থাকিও,
এই একক প্রার্থনা,
এই শুভ লগ্নে!!