কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

১|
তুমি বলেছিলে- “খিদে পেলে ভালোবাসাও জানলা খুলে বেড়িয়ে যায়”
তাই ঘরের বাইরে সব কিছুই…
২|
এইমাত্র বললে- ” যখন মন খারাপ হয়, কষ্ট হয়, তখন টেলিপ্যাথিতে আসি ”
আর সব অন্ধকার সব কালোয় বাতাস হেঁটে আসে
৩|
ভালোবাসা ছাড়া লোহায় মরচে ধরে না
সুতরাং সোনার প্রতি কখনোই নিজেকে নামানো গেল না
৪|
প্রতিটি লঙ্কায় ঝাল
এবং লাল কিংবা সবুজ
এমন নয় কিংবা হতেও পারে
৫|
ভাববাচ্য ফলনশীল
দিনেদুপুরে বাড়ে
বাড়তে বাড়তে মাথা চিবায়
৬|
তারপর আর শরীর বলতে- গোলাম!
নিঃস্ব দৈন্য নিজেকে দেওয়ার মত কিছুই
অবশেষ থাকে না
৭|
তবু মনের রাজ্যে যতক্ষণ তিনি আছেন
ততক্ষণ চাষাও স্বপ্ন দেখবেন
স্বপ্ন দেখা গণতন্ত্রের অধিকার
৮|
আর নিজের কথা কতবার কতরকমভাবে
লিখতে লিখতে খুন হয়ে যায়
তার কথা চক্রবৃদ্ধিহারে একটা সমুদ্রে মিশছে
৯|
যখন জলের মধ্যে হাঁটতে শিখছি
তখন তুমি জলপাথর
পাথরের ভাষা রপ্ত হতেই
সজাগ মখোশ বণিকের
১০|
এই চোখ এই দেখা শেষ দেখা নয়
এই ভাবা এই না ভাবাও খেয়ালখুশি
এখানেই রাখা হল শিকল, কুঠার, কড়াত,
যত অস্ত্র সম্ভার~