গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

রবিবারের রোদ কেনার গল্প
আবার।
আজ কবিসম্মেলন।
এক একটা অনুষ্ঠান মানে ৩-৪ করে বই কেনা।
সাথে আরও… অনেককিছু
ঘরে আর রাখার জায়গা নেই।
চাঁদে জমি খুৃঁজছি।
রোজকার মতো এতো এতো কবি জন্মাচ্ছে, আর একবার জন্ম হলেই ব্যস…
আর শেখার নামগন্ধ নেই। বছরভর বইগুলো কিন্তু ঠিকই আছে। আছে সময়ের বিক্রিবাটাও।
কবির সংখ্যা যতটাই বাড়ছে, শিক্ষিত পাঠকের সংখ্যা ততই যেন নিম্নগামী।
চিন্তার ইচ্ছেমৃত্যু বলেও একটা ব্যাপার আজ খুব প্রাসঙ্গিক।
সবাই এক ঘাটের জল খেতে যায়।
যদিও সবার আবার একই জল সহ্য হয় না। লাইন লেগেই আছে। কল দিয়ে ঠিকমতো জল না পড়লেও।
কবিরা অমর। কবিতাগুলো সে যাই হোক না।
কবিসম্মেলনও তাই চিরকালীন। আজকের পরও কাল আবার…