কবিতায় সত্য রঞ্জন বণিক

একাকিত্ব
নৈসর্গিক অন্ধকারে নিশাচর মন,
কল্পনায় মগ্ন কবিমন সারাক্ষণ।
ভাবনার বক্ররেখা অসীম পরিধি,
সৃষ্টির তাড়নায় উদাস নিরবধি।
প্রকীর্ণ প্রেমের যন্ত্রণা বক্ষ গভীরে,
তুষানলে দগ্ধ হারানো স্মৃতির ভীড়ে।
দিগন্তের ক্যানভাসে মৃত স্বপ্ন আঁকি,
বিষণ্ণ একাকিত্বে সৃষ্টির সাথে থাকি।
কবিতার অন্ত্যমিল নিথর অলিন্দে,
স্বপ্নছেঁড়া বেদনা ব্যর্থ প্রেমের ছন্দে।
নির্ঘুম রজনী জোনাকির ইশারায়,
শূন্য অন্তরীক্ষে অতীতে মন হারায়।
একবুক অভিমানে বিরহ বিলাস,
ফসিল হৃৎপিণ্ডে এক জীবন্ত লাশ।