কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

মিথ্যে কেন কাঁদো
মানুষ মরে গেলে কেন কাঁদো?
অন্তঃপুর না চিনে জীবন্তকে একেবারে
কষ্টে পিষ্টে মারো !
মানুষ মরে গেলে কেন কাঁদো ?
কেন বলো ভীষণ ভালো, সে ভাীষণ ভালো
হিংসা বিদ্বেষ ছড়িয়ে যখন যে পেরেছো
তাঁর মুখ করেছো কালো !
মানুষ মরে গেলে কেন কাঁদো ?
বিবেক তোমার জাগ্রত হয় না
হিসাব- নিকাশ আর স্বার্থ নিয়েই থাকো !
মানুষ মরে গেলে কেন কাঁদো ?
কবরে শোয়ে থাকা সে বলতে পারে না কিছু,
তবুও তুমি তো জানো জীবন্ত মানুষটাকে
করেছো অবহেলা করেছো অপদস্থ৷
বেঁচে থেকেও সে ছিলো মৃত !
তবে কেন মরে গেলে কাঁদো ?
তবে কি পুরোটাই কাঁদার ভানে
ভিতরে ভিতরে তুমি হাসো !