গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

১| গাছ লাগাও
গাছের মতো আপন
আর যে কেহ নাই,
খাদ্য ছায়া অক্সিজেন
সব কিছুই পাই।
খাদ্য রূপে নিত্য খাই
ফল শস্য মূল,
তা ছাড়াও খাই ভাই
কাণ্ড পাতা ফুল।
বেঁচে থাকতে অক্সিজেন
বিশ্রামেতে ছায়া,
এসব কিছুই মোদেরে
গাছ দেয় ভায়া।
তাই বলি ভাই গাছ কাটো না
গাছের নাই বিকল্প,
বছর বছর বৃক্ষ লাগাও
হোক বেশি কিংবা অল্প।
২| গাছ পরম বন্ধু
গাছ-গাছালি বড় ভালো
দেয় মোদেরে ফুল-ফল
শ্বসনতে বিশুদ্ধ বাযু
আরো দেয় ছায়া শীতল।
পাখিদেরে তো দেয় গাছ
খাবার আর যে আশ্রয়,
মহানন্দে কাটায় বেলা
তাতে নেই কোন সংশয়।