মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৯
বিষয় – বৈশাখী / চেতনা / সাম্য
চেতনা
চেতনার রং সবুজ,
যখন সে মাটি ছোঁয়।
মাটির পরশে ভিজে,
সে মাটির কথাই কয়।
চেতনার রং নীল,
যখন সে উড়াল পথে।
আকাশ ছুঁতে চায় সে
রামধনুর স্বপ্ন রথে।
চেতনার রং লাল,
যখন সে বিদ্রোহে জ্বলে।
সে তখন অগুণান মানুষের,
বিবেকেরই কথা বলে।
চেতনার রং কালো,
যখন সে কামুক।
মুখোশের অন্তরালে,
এক বীভৎসতার চাবুক।
চেতনার রং সাদা,
যখন সে নির্মল।
শিশুর অম্লান হাসি,
যেন বিবেকের ধারা জল।
চেতনার রামধনু, সপ্তসুরে বাঁধা,
বিবেকের জলছবি কভু সাদা, কভু ধাঁধাঁ।
মাটিতে পা রেখে যদি আকাশ ছুঁতে চাও,
চেতনা হবে দৃঢ়, প্রকৃতির রঙে সিঁচে নাও।।