ক্যাফে কাব্যে পাভেল আমান

প্রত্যয়ী হাতগুলো
প্রত্যয়ী হাতগুলো আজ বড়ই
সংকুচিত, অদৃশ্যমান
সবাই যেন কেমন নিজেদের
গুটিয়ে নিয়েছে
আত্মকেন্দ্রিকতার খোলসে
তবুও অবিরাম হাঁটতে আছি
সম্মুখের অভিযানে।
অভাবের বাণী কেউ শোনায় না
প্রাত্যহিকতার চলাফেরায়
শব্দ খরচেও যেন
সবাই কেমন নিরলিপ্ত নিশ্চুপ
বিষন্নতার নিদারুণ আবহ!
চারিদিকে সবাই কেমন
অজানা অচেনা স্তব্ধ প্রায়।
নিস্তব্ধতার আঁধার পেরিয়ে
আবারো একে অপরের প্রয়োজনে
প্রসারিত প্রত্যয়ী হাতগুলো।