মার্গে অনন্য সম্মান গৌতম বসু (নীলকান্ত পাখি) (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা – ১২৮
বিষয় – সমাজ
অসাম্য
ভোরের আলো ফুটতে না ফুটতেই
সব পাখিরা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে;
যেন মড়ক লেগেছে; ফল-পাকুড় যেটুকু ফলে
সব ‘ওরা’ তারজালি দিয়ে ঘিরে রেখেছে ।
কিন্তু বাঁচতে হবে তো !! তাই বেরিয়ে পড়া !!
প্রতিদিন উড়তে উড়তে ওরা পৌঁছায় সেখানে;
ভিড় করে তারজালির সামনে ।
সন্ধানী দৃষ্টিতে বড় ফাঁক নজরে পড়তেই – ফুঁড়ুৎ;
তারপর শান্তি, শান্তি, শান্তি !
তবে বড় ফাঁক সবার নজরে পড়ে না –
তাই ছোট ফাঁক দিয়েই মাথা গলিয়ে যাবার চেষ্টা;
আসলে খিদের জ্বালা বড় জ্বালা –
পালক ছিঁড়ে পড়ে ………
আটকে যায় ডানা;
একটু পরে ঝটপটানি থেমে যায় –
রক্তাক্ত … ক্ষতবিক্ষত … আশাহত …
প্রতিকার কোথায় ? কোথায় আলোর রেখা ?
তবুও পাখিরা স্বপ্ন দেখে –
স্বপ্ন দেখে নতুন ভোরের;
স্বপ্ন দেখে বাধাহীন ফুলে ফলে ভরা উন্মুক্ত বনানীর;
স্বপ্ন দেখে সাম্যের;
স্বপ্ন দেখে স্বাধীনতার ।