প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)

ধর্মের ফানুস
জাগো জাগো জাগোরে সকল শ্রেণীর মানুষ,
মিথ্যে পূজারী সেজেই,আর উড়িওনা ফানুস।
দেশ বাঁচলে বাঁচবে সমাজ বাঁচবে আগন্তুক ই,
বাঁচবে তুমি-আমি দিতে হবেইনা দেশে ভর্তুকি।
ধর্মের নামে বিদ্বেষ,ভাবা উচিৎ রাজ রাজনীতির,
ধর্ম বিদ্বেষীরা ধর্ষণে,না দেখে জাত ধর্ম যুবতীর!
গণ ধর্ষিতা নারী ও এসিড দগ্ধে যুবতীর মরণে,
দেশ যাবে রসাতলে ধর্ম সঙ্ঘাতের রক্ত ক্ষরণে।
সকল শ্রেণীর মানুষ এ দেশে এতো দুর্ভোগ কেন-
কে বলবে কথা বুক ফুলিয়ে কেউ কি তা জানো?
আমি কবিতায় যাচ্ছি বলে,দিয়েই গেলাম ইঙ্গিত,
পচন ধরিয়েছে দেশে,ধর্মের নামে ভণ্ড পুরোহিত।
ক্ষিপ্ত করে তুলছে আলেম ওলামারাও মুসুল্লিদের,
তৈরী হচ্ছে সন্ত্রাসী,হিন্দুদের বানাচ্ছে ওরা কাফের!
ইংরেজ পুঁতে ছিলো বীজ হিন্দু,মুসলিম বিভাজনে,
বল্লাল,মনু,পুঁতে ছিল বর্ণ বৈষম্য ব্রাহ্মন,শূদ্রজনে।
চায়নি কোন রাষ্ট্রনায়ক কখনো অশান্তি হোক দেশে,
জনতার ভুলে,ধর্মের ভন্ড ষন্ডারা দেশটা নিচ্ছে চুষে!
জাগো জাগোরে সকল ধর্মের মানুষ হারিওনা হুঁশ,
রায়ট করেই ধর্মে-ধর্মে মারিওনা ভিন্ন ধর্মের মানুষ।
যার ধর্ম সে করবে পালন,সে জাতিগত অধিকার,
তবে কেন অন্য ধর্মের প্রতি হবে নিকৃষ্টতম বিকার?
জাগো জাগো জাগোরে সকল ধর্মের সৎ শ্রেনীর-
মহান সব মানুষ,
মিথ্যে পূজারী,আলেম সেজেই উড়িওনা ধর্মের-
নামে আর ফানুস!!