T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মালা মিত্র

তুই যদি চাস
যদি চাস দিতে পারি এক নদী প্রেম,
উৎস থেকে সাগর ছাপানো ফেনারাশি।
আফ্রিকার অরণ্য মন,তোকে দিতে পারি,
উজার! ভালবাসার!
আজন্ম পোষা শান্ত দুপুর দেব,
জড়িয়ে রাখিস গায়ে পায়ে,
উত্তাল ঢেউয়ে ঢেউয়ে ঝাঁপাব দুজন,
ঘামে নুনে মাখামাখি।
প্রবেশ পথ খোলা,রাস্তা নেই ফেরার।
মনোপথে আসা যাওয়া থাক!
মা আদরে মেখে দেব থাল,
পেটভরে খাস।
সব ছেড়ে কবিতায় কাটাব সারারাত।
সারা বেলা এঁকে যাব প্রেম,
রাখব না কাজ;শোন্ মহারাজ!
দুজনেতে ডুব দিয়ে খেলে যাব ছোঁয়াছুঁয়ি খেলা,
এক দেহে কাটাব নিরালা।
ঠোঁটে ঠোঁট,বুকে বুক, তুমুল বর্ষণ,
দুঁহুদোহাঁ ছুঁয়ে দেব বেহেস্তের হাট;
সুখের আগুনে ডুবে যাস্।