T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়

সু – মিত্রার মৃত্যুর পর
আমি তো গাছ হয়ে উঠিনি
তোমার বাকল গায়ে জড়িয়ে
হয়েছি সবুজ একটা পাহাড়
তোমার খিদের কাছে হেরে গিয়ে
একমুঠো চাল ভিক মেঙেছি
তুমি মরে যেতে কান্না জলে
একটা একটা পুঁতেছি পলাশ
তোমার হাতের টুকরো কাচের
চুড়িগুলো রঙিন মাছ হয়ে
ফিরে আসে ঘাটের কাছাকাছি
ভালোবাসার ভণিতায় ভরে
তুলেছি ছবির ইনবক্স
অসমাপ্ত কবিতার খাতায়
খিদের পিলসুজ জ্বালি রোজ
নির্জন সন্ধ্যার একাকী আগুনে ।